বাংলাদেশে রোহিঙ্গা পুশব্যাকের ভারতীয় চেষ্টা ব্যর্থ

বাংলাদেশে রোহিঙ্গা পুশ ব্যাকের একটি ভারতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ব্যাকের জন্য শুক্রবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে জড়ো করা হয়েছিল। দফায় দফায় দু’দেশের মধ্যে এ নিয়ে পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে কোন ঘোষণা ছাড়াই অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি'র ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির ভয়েস অব আমেরিকাকে বলেন, শূন্য রেখায় অবস্থানকারীদের হাতে ভারতীয় রিফিউজি ও রেশন কার্ড ছিল। তাদের জম্মু ও কাশ্মীর থেকে আনা হয় বলে আমরা জানতে পেরেছি। তাদের কাছে ইউএনএইচসিআর-এর পরিচয়পত্রও ছিল। বিএসএফ তাদেরকে কোথায় সরিয়ে নিচ্ছে এটাও জানায়নি।

পতাকা বৈঠক ব্যর্থ হওয়ায় বিএসএফ শূন্য রেখা থেকে তাদের না সরিয়ে তাঁবু করে দিয়েছিল। এর আগে তাদেরকে রাখা হয় খোলা আকাশের নিচে। উল্লেখ্য যে, এ বছরের শুরুতে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কমপক্ষে ১৩০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদেরকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে আশ্রয় দেয়া হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।