বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে একমত হয়েছে

দ্বিপাক্ষীক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে একমত হয়েছে। বুধবার ঢাকায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঘণ্টা ব্যাপী ঐ বৈঠকে বাণিজ্য ঘাতটি, সীমান্ত বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা জানিয়েছেন।

দুই দেশের সীমান্ত বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আরো ছয়টি নতুন সীমান্ত হাট স্থাপনের জন্য দুই দেশ একমত হয়েছে বলে উল্লেখ করে ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু বলেন সম্ভব হলে দুইটি হাট এক-দুই মাসের মধ্যেই স্থাপন করা হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।