ভারত ও বিএসএফের সহযোগিতা ছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়: বিজিবি মহাপরিচালক

ভারত ও তাদের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতা ছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক শেষে শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেন, চোরাচালানের কারণে সীমান্ত হত্যা বন্ধ করা যাচ্ছে না।

যেহেতু গরু, মাদকসহ বিভিন্ন চোরাচালানের উৎস ভারতে সেহেতু এগুলোর মূল উৎপাটনের জন্য ভারতেরই সবচেয়ে বেশী দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, এটা করা গেলে সীমান্ত হত্যা কমে যাবে এবং অনেক অপরাধ নিয়ন্ত্রন করা সম্ভব হবে।

আজিজ আহমেদ বলেন, বাংলাদেশের অনুরোধে সীমান্তে ফেনসিডিল কারখানা বন্ধ করতে কাজ করছে ভারত সরকার। এছাড়া, বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেয়া তথ্য মোতাবেক বিএসএফ এর গুলিতে ২০১৬ সালের প্রথম ৯ মাসে অন্তত ২৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৮ জন এবং অপহরনের শিকার হয়েছেন ২২ জন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

ভারত ও বিএসএফের সহযোগিতা ছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়: বিজিবি মহাপরিচালক