ভারতের দামোদর ভ্যালি কর্পোরেশন, বাংলাদেশে বিদ্যুত রফতানি করবে

Female labourers wearing helmets take a break from laying underground electricity cables in Ahmedabad, India, March 7, 2016.

বাংলাদেশে বিদ্যুত ঘাটতি। তা মেটাতে ভারত থেকে বিদ্যুত আমদানি করতে চাইছে বাংলাদেশ। সে জন্য যে দরপত্র ছাড়া হয়েছিল, সেখানে দামের প্রতিযোগিতায় অন্যান্য সরবরাহকারীদের হারিয়ে রফতানির বরাত জিতে নিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। স্বল্প মেয়াদে এ বছরের জুন থেকে ২০১৯ সালের ডিসেম্বর অব্দি বিদ্যুত যাবে বাংলাদেশে। এর পরে দীর্ঘ মেয়াদে টানা ১২ বছর বিদ্যুত রফতানি করবে ডিভিসি ২০২২ সালের জানুয়ারী থেকে ২০৩৩ সালেরমে মাস পর্যন্ত। প্রসঙ্গত বলা যায়, পূর্ব ভারতের অন্যতম বড় বিদ্যুত সংস্থা ডিভিসি-র মোট উতপাদন ক্ষমতা হল ৭,২৩৭ মেগাওয়াট। দুই সরবরাহের ক্ষেত্রেই রফতানি হবে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুত।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট বিদ্যুৎ