বিজিবি ও বিএসএফ-এর বৈঠকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলার কথা বলা হয়েছে

Indian children stand by a fence on the India-Bangladesh border at Jhalchar, in the northeastern Indian state of Assam.

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় উভয় পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৈঠকে জঙ্গী অনুপ্রবেশ রোধ এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা নিতে উভয় দেশ একমত হয়েছে। ভারতীয় পক্ষ থেকে তাদের দেশে আশ্রয় নেয়া বাংলাদেশী জঙ্গী সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য প্রমাণাদি আদান-প্রদান এবং কঠোর অবস্থান গ্রহণের কথা জানানো হয়েছে। জঙ্গীবাদ প্রশ্নে উভয় দেশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসিএফ-এর মহাপরিচালক কে কে শর্মা বলেন, বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে এমন কোনো সন্ত্রাসী-জঙ্গী ও দুষ্কৃতকারীদের ব্যাপারে তথ্য পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে- এই নিশ্চয়তা দিতে পারি। বৈঠকে বলা হয়, সীমান্ত হত্যা আগের তুলনায় কমেছে। তবে বিএসএফ দাবি করছে, সাম্প্রতিককালে তাদের উপরে হামলার ঘটনা বেড়েছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (বৈঠক)