তাবলীগ জামাতের শীর্ষ নেতা ঢাকা আসায় একাংশের বিক্ষোভ প্রদর্শন

ভারতের দিল্লি ভিত্তিক বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ নেতা মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার কারণে আসন্ন বিশ্ব এজতেমায় অংশ গ্রহনের জন্যে তাঁর ঢাকা আসার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

বুধবার মাওলানা সাদ ঢাকা আসলে বিমান বন্দরের সামনে তাঁর বিতর্কিত বক্তব্য এবং অন্যান্য কর্মকাণ্ডের কারণে বিভক্ত তাবলীগ জামাতের বাংলাদেশ শাখার একাংশ এই বিক্ষোভ প্রদর্শন করে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা বিক্ষোভের কারণে তাবলীগ জামাতের এই নেতা বিমানে বন্দরে আটকা পড়েন। বিক্ষোভ কারিরা বিকেলে সরে গেলে মাওলানা সাদ কাকরাইলে তাবলীগ জামাতের বাংলাদেশ শাখার কার্যালয়ে চলে আসেন।

বিক্ষোভকারীরা অবশ্য তাবলীগের কাকরাইল কার্যালয়ের সামনে এবং টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে বুধবার বিকেল থেকেই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বিক্ষোভের ফলে বিমান বন্দরের আশপাশের বিশাল এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে।

উল্লেখ্য, বিশ্ব এজতেমার ৩ দিন ব্যাপী প্রথম পর্ব আগামী ১২ই জানুয়ারি শুরু হবে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

তাবলীগ জামাতের শীর্ষ নেতা ঢাকা আসায় একাংশের বিক্ষোভ প্রদর্শন