বাংলাদেশে মেয়েদেরকে স্কুল-কলেজে না পড়ানোর ব্যাপারে এক ফরমান জারি করেছেন হেফাজতে ইসলামীর আমির আল্লামা শফি। তার ফরমানে বলা হয়েছে, যদি একান্তই পড়াতে চান তাহলে সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারেন। বেশি পড়ালে আপনার মেয়ে আপনার থাকবে না। অন্যরা নিয়ে টানাটানি করবে।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আল জমিআতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে আল্লামা শফি এই ফরমান জারি করেন। ১৫ হাজার মুসল্লি হাত তুলে এই ফরমানে শরিক হন।
শফি তার বক্তব্যে বলেন, আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। তার বেশি যদি পড়ান পত্র-পত্রিকায় তো দেখতেছেন। মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ঐ মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এই ওয়াজটা মনে রাখবেন।
এছাড়া আল্লামা শফি পুরুষদের নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে উপস্থিত সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি আদায় করেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।