মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড-প্রাপ্ত জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণা করা হবে মঙ্গলবার

Bangladesh Supreme Court

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড-প্রাপ্ত জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল
আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করবে।

গত ২৭শে মে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শেষ হয়। ২০১৩ সালের ১৭ই জুলাই মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় একটি বিশেষ ট্রাইব্যুনাল।

একই বছর ১১ই আগস্ট ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।​

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মুজাহিদ