জামায়েতে ইসলামির শীর্ষ স্থানীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে দলটি বৃহস্পতিবার দিনব্যাপী সারাদেশে হরতাল পালন করেছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলিয় জোটের অন্যতম সদস্য জামায়েতে ইসলামির এ হরতালের প্রতি হরতাল শুরুর ৪ ঘণ্টা পর সমর্থন জানিয়েছে বিএনপি। দলের আমির মকবুল আহমেদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং মহাসচিব শফিকুর রহমানসহ আট নেতাকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ।
রাজধানী ঢাকা সহ সারাদেশে হরতাল ছিল ঢিলে ঢালা । হরতালের সমর্থনে ঢাকার রাজপথে এবং ঢাকার বাইরে জামায়াতের কোন তৎপরতা দেখা যায়নি। সরকারের তরফে বলা হয়েছে জনগণ হরতালকে প্রত্যাখ্যান করেছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট জামাত