রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের অবস্থানের প্রতি জাপান পূর্ণ সমর্থন

বর্তমানে জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ দেশটির প্রধানমন্ত্রী শিনশো আবের মধ্যেকার অনুষ্ঠিত বৈঠকের পরে এক যৌথ বিবৃত্তিতে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের অবস্থানের প্রতি জাপান পূর্ণ সমর্থন ব্যক্ত করার কথা জানিয়েছেন। দুই প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সংকটের একটি আশু সমাধান বিষয়ে আলোচনা করেন বলে এতে বলা হয়।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পরে জাপানের সাথে বাংলাদেশ ২৫০ কোটি ডলারের চারটি প্রকল্প বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে।

এদিকে, বৃহস্পতিবার টোকিওতে জাপানের আর্থিক সংস্থা নিক্কেইয়ের আয়োজনে এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক সম্মেলনে মূল বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। আর এ কারণে আঞ্চলিক স্থিতিশীলতার কথা চিন্তা করে, বিশৃংখলার বিস্তার না ঘটিয়ে শত সংকট ও উসকানীর মুখেও আমরা শান্ত থেকেছি। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে বৃহত্তর দেশগুলোর সমর্থন কামনা করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।