জাতীয় পার্টির মতবিরোধ চরমে

Sheikh Hasina

তীব্র মতভেদ আর নানা বিরোধের কারণে ভাঙ্গনের শেষপান্তে এসে দাড়িয়েছে ক্ষমতাসীন জোটের অন্যতম শরীক এবং জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

যারা মন্ত্রী এবং সংসদ সদস্য নন তারা পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আছেন এবং যারা মন্ত্রী ও সংসদ সদস্য তারা জেনারেল এরশাদের স্ত্রী এবং সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের পক্ষাবলম্বন করছেন।

গত কয়েকদিন ধরে জাতীয় পার্টিতে নানা মতবিরোধ দেখা দিতে থাকে। গত রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল এরশাদ তার ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়ার পরেই রওশন এরশাদের সমর্থক অংশ তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এতে দ্বন্দ আরও প্রকট রূপ নেয়।

মঙ্গলবার এরশাদ এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবুলকে অব্যাহতি দিয়ে ওই স্থানে রুহুল আমীন হাওলাদারকে দায়িত্ব দেন। পক্ষান্তরে, রওশন এরশাদের পক্ষাবলম্বী সরকারের মন্ত্রী এবং ওই দলের সংসদ সদস্যরা এক বৈঠকে বসে এরশাদের গৃহীত সব পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, জাতীয় পার্টি এর আগে পাচ বার ভাঙ্গনের মুখোমুখি হয়। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

জাতীয় পার্টির মতবিরোধ চরমে