বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতের পাটকলের শ্রমিকরা বকেয়া মজুরি পরিশোধ সহ ৯ দফা দাবিতে শনিবার ষষ্ঠ দিনের মতো খুলনা, যশোর এবং ঢাকায় অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রেখেছেন।

একইসঙ্গে খুলনা ও যশোরের ধর্মঘটী শ্রমিকরা বিকেলে থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। ঢাকার ডেমরা এলাকায় সকালে রাজপথ অবরোধ করেন পাটকল শ্রমিকরা। শ্রমিকরা জানান, এর আগে গত ২রা এপ্রিল থেকে শ্রমিকরা ৭২ ঘণ্টার ধর্মঘট ও রাজপথ-রেলপথ অবরোধ পালন করেন।

এরপর শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে ৬ ও ৭ই এপ্রিল ঢাকায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি এর সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা হলেও তা ব্যর্থ হয়। তবে, ১৫ই এপ্রিল থেকে দাবী আদায়ের জন্য শ্রমিকরা ৯৬ ঘণ্টার ধর্মঘট শুরু করলে ঐদিনই ঢাকায় কর্তৃপক্ষ ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়।

শ্রমিকরা জানান, প্রতিশ্রুতি মতো মজুরি না পাওয়ায় তাঁরা ৫ই মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট এবং রেলপথ রাজপথ অবরোধ কর্মসূচী শুরু করেছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।