বাংলাদেশের ১০ জন বিশিষ্ট নাগরিক মাদক বিরোধী অভিযানে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমূহের তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তাঁরা বলেছেন কোন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয় সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার বন্দুক যুদ্ধের নামে কেড়ে নেয়া যায়না । টেকনাফের পৌর কমিশনার একরামের মৃত্যু কে সমগ্র মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে উল্লেখ করে বিবৃতি বলা হয় এমন একটি ঘটনাই জনগণকে আতংকিত করতে যথেষ্ট।
জনমন থেকে আতঙ্ক দূর করতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমূহের দ্রুত বিচার বিভাগীয় তদন্তের জন্য আহ্বান জানান হয়েছে বিবৃতিতে । বিবৃতিতে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান, লেখক হাসান আজিজুল হক এবং কবি নির্মলেন্দু গুন।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার সাংবাদিকদের বেলছেন একরামুলের বন্দুক যুদ্ধে নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট