বাংলাদেশে বন্দুক যুদ্ধে ২ জন নিহত

বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় সাংবাদিক এবং প্রকাশক শাহজাহান বাচ্চুকে হত্যার সাথে জড়িত দুই সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম শুক্রবার সাংবাদিকদের কাছে তাদের নিহত হওয়ার কথ জানিয়ে বলেছেন, নিহত ঐ দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জমায়তুল মুজাহেদিন বাংলাদেশ- জেএমবি'র সদস্য। তিনি জানিয়েছেন, নিহত দুই ব্যক্তির মধ্যে বোমা শামীম ওরফে কাকা বাচ্চুকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী’ এবং এখলাছুর রহমান অস্ত্রের যোগানদাতা ছিলেন।

তিনি আরো জানান, গত ২৭ই জুন বাচ্চু হত্যার ‘প্রধান পরিকল্পনাকারী’ জেএমবি সদস্য আব্দুর রহমান পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।

উল্লেখ্য, গত ১১ই জুন জেলার কাকালদী মোড়ে বিশাখা প্রকাশনীর মালিক এবং সাংবাদিক শাহজাহান বাচ্চুকে দুটি মোটর সাইকেলে করে আসা চার ব্যক্তি গুলি করে হত্যা করে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।