বাংলাদেশে বন্দুক যুদ্ধে আরো তিন জন নিহত

বাংলাদেশে পুলিশের সাথে বন্দুকধারিদের কথিত বন্দুক যুদ্ধে বুধবার আরও তিন জন গুলিতে নিহত হয়েছেন। যার ফলে গত ১০ দিনে অনুরূপ ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

পুলিশ জানিয়েছে, বুধবারের বন্দুক যুদ্ধে নিহতদের তিন জনই বিভিন্ন মামলার আসামী।

এর মধ্যে পাবনা জেলার পাকশী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সুজাউল হত্যা মামলার প্রধান আসামি রুবেল পুলিশ হেফাজতে ছিলেন এবং তাকে নিয়ে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সাথে তার সহযোগীদের মধ্যে গুলি বিনিময় কালে রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

অন্য দুই জনের একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে এবং অপর জন যশোর জেলা শহরে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন। গত সপ্তাহে বন্দুক যুদ্ধে নিহত হন ৯ জন এবং চলতি সপ্তাহে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬ জন।

এদিকে, যশোরে জেলার ঝিকরগাছায় ডাকাত সন্দেহে তিন ব্যক্তি গন পিটুনিতে প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে বন্দুক যুদ্ধে আরো তিন জন নিহত