র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই চরমপন্থি নেতা নিহত

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাবনা জেলার সাথিয়াতে শুক্রবার র‍্যাপিড একশান ব্যাটালিয়ন বা র‍্যাব এর সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে দুই চরমপন্থি নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬ দিনে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ৬ ব্যক্তি নিহত হলেন।

পুলিশ এবং র‍্যাব জানিয়েছে, সাঁথিয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল চরমপন্থি গোপন বৈঠক করার সময় র‍্যাব অভিযান চালালে দু'পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে চরমপন্থিদের ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে র‍্যাব জানিয়েছে।

ওই এলাকায় কয়েকটি বাম চরমপন্থি দল সক্রিয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। র‌্যাবের ভাষ্য মতে, নিহত দুই চরমপন্থি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এমএল-লাল পতাকার নেতা।

Your browser doesn’t support HTML5

র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই চরমপন্থি নেতা নিহত