রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্দুক যুদ্ধে নিহত

বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বরগুনা জেলা শহরের রাস্তায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামী রিফাত শারিফকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

পুলিশের তরফে দাবি করা হয়েছে মঙ্গলবার ভোরে শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে পুরাকাটা এলাকায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি নয়নকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালালে তাঁদের ওপর নয়ন ও তাঁর সঙ্গীরা গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। ঐ বন্দুক যুদ্ধে নয়ন নিহত হন বলে পুলিশ জানিয়ে বলেছে, এ সময় জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চারজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ নয়নের মরদেহ সহ তিনটি ধারাল অস্ত্র, একটি পিস্তল এবং গুলি উদ্ধার করেছে।

নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, রিফাত হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। বরগুনা পুলিশ জানিয়েছে, রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।