হাসিনা-মোদী সাক্ষাৎ ৫ই অক্টোবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ নয়া দিল্লি পৌঁছেছেন। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম আয়োজিত বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের এই সফরকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আগামী ৫ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে বলে খবর।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফরকালে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি মৌ-স্বাক্ষর করবেন দুই রাষ্ট্রপ্রধান। তিস্তা জলচুক্তি, রোহিঙ্গা ইস্যু নিয়ে জোর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সায়েদ মুয়াজ্জেম জানান, যোগাযোগ, সংস্কৃতি, প্রযুক্তি, বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে মৌ-স্বাক্ষর হবে ভারত-বাংলাদেশের।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।