যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ মিয়ানমার ও বাংলাদেশকে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসূচী স্থগিত করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি মঙ্গলবার এক বিবৃতিতে বলছে, রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য এখনো উপযুক্ত নয় এবং মিয়ানমার এই অবস্থার উন্নতি বা সংকটের মূল কারণ সমাধানের জন্য কিছুই করে নাই।
বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আগামীকাল বৃহস্পতিবার ৩৪৫০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা রয়েছে। এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলীকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার এখনো রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর নির্যাতন ও সহিংসতার কোন সমাধান করতে না পারায় রোহিঙ্গারা ফিরে গেলেও তাদের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
এইচআরডব্লিউ বলছে, যেখানে রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের কোন মৌলিক স্বাধীনতা নাই, সেখানে শরণার্থীরা ফিরে গেলে তাদের পরিণতি কি হবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
এদিকে, মিয়ানমারে সেচ্ছামূলক প্রত্যাবাসনের প্রক্রিয়ার অংশ হিসেবে গত দুই দিনে মোট ২৩৫টি রোহিঙ্গা পরিবার প্রধান নিজ নিজ মতামত জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।