বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

বাংলাদেশে সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কাজী রিয়াজুল হক অতিসাম্প্রতিক কয়েকটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে এসকল ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যথাসময়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলন, সামাজিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরণের ঘৃণ্য ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং এ সংক্রান্ত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির আহবান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলম।