সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সবাইকে সচেতন হতে হবে: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যানবাহন চালক এবং পথচারীসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় এমন পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অহেতুক একটি প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এবিষয়ে চালকদের একটি দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। স্কুল ছাত্রদের নিরাপদ সড়ক সম্পর্কের সচেতন করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ একটি সড়ক দুর্ঘটনা প্রবণ দেশ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব অনুযায়ী ২০১৮ সালে দেশে ৫৫১৪ টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৭২২১ জন প্রাণ হারান এবং অপর ১৫৪৪৬ জন আহত হন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।