লিবিয়ার রাজধানী ত্রিপলির উপশহর মিশকটা থেকে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ

libya map

লিবিয়ার রাজধানী ত্রিপলির উপশহর মিশকটা থেকে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধার
করেছে স্থানীয় পুলিশ।

উদ্ধারকৃত দুই বাংলাদেশি হলেনআসাদ ও রিপন। উদ্ধার হওয়ার পর সোমবার রাতে আসাদ টেলিফোনে তাঁর বাবা আব্বাস আলীর সঙ্গে কথা বলেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান হয়েছে মঙ্গলবার । গত ২৫ মার্চ শুক্রবার গভীর রাতে মিশকটা উপশহরের একটি বাজারের পাশ থেকে ওই দুই বাংলাদেশীকে অপহরণ করে সন্ত্রাসীরা।

উল্লেখ্য, গত রোববার লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজীতে সরকারি সেনাদের সাথে বিদ্রোহী বাহিনীর লড়াইয়ের সময় ক্রস ফায়ারে চারজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বর্তমানে লিবিয়ায় ৫০ হাজারের মতো বাংলাদেশী রয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। বাংলাদেশ সরকার ওই দেশটিতে না যাওয়ার জন্য বাংলাদেশীদের পরামর্শ দিয়েছে কয়েক দফায়। এ ছাড়া ওই দেশটিতেও বাংলাদেশী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদেশের বৈধ কর্তৃপক্ষ ২০১৫ সালের আগস্ট মাসে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট উদ্ধার