বাংলাদেশে বজ্রপাতে দু’দিনে কমপক্ষে ৫০ জনের মৃত্যু

বাংলাদেশে হঠাৎ করে বজ্রপাতে ঘটনায় প্রায় শতাধিক মানুষের মৃত্যুতে দেশের বিভিন্নস্থানে চলছে শোকের মাতম; সাথে সাথে গ্রামেগঞ্জে দেখা দিয়েছে বজ্রপাত আতংক।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই পর্যন্ত রাজবাড়ী, নওগাঁ, চট্টগ্রাম, টাঙ্গাইলসহ দেশের বেশ কিছু স্থানে বজ্রপাতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দু’দিনে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৫০ জনে।

এদিকে, জাতীয় দুর্যোগ ফোরামের এক হিসাবে দেখা যাচ্ছে, বাংলাদেশে ২০১৫ সালে বজ্রপাতে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। অন্য এক হিসাবে গত ৫ বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ১২শ জনের বেশি বলে বলা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে বজ্রপাতে দু’দিনে কমপক্ষে ৫০ জনের মৃত্যু