প্রথমবারের মতো দলীয় প্রতীক ও মনোনয়নে বাংলাদেশের কোনো স্থানীয় সরকার নির্বাচনে BNP যোগ দিতে পারে

প্রথমবারের মতো দলীয় প্রতীক ও মনোনয়নে দেশের কোনো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। আর প্রথমবারের মতো এবারই প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সম-মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা নির্বাচনেও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। আগে নির্বাচনী আইনে এটি নিষিদ্ধ ছিল। বিরোধী দল বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে। তারা এমতাবস্থায় পৌরসভা নির্বাচনে অংশ নেবে কি নেবে না- তা নিয়েও দলের মধ্যে দ্বিধাদ্ব›দ্ব ছিল। তবে শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়া।

দলীয় প্রতীক ও মনোনয়নে নির্বাচন এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে ওই নির্বাচন কতোটা নিরপেক্ষ ও সুষ্ঠু হবে, এমন বিতর্কও দেখা দিয়েছে বেশ জোরেশোরে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ এই প্রশ্নে বিশ্লেষণ করেছেন। ড. তোফায়েল আহমদ মনে করেন, পুরো নির্বাচনী প্রক্রিয়া যতোক্ষণ পর্যন্ত না অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে ততোক্ষণ পর্যন্ত অন্যান্য নির্বাচনও ওই প্রভাবের বাইরে থাকতে পারে না। ...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

amir local