ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আগামী ১লা সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের ঘোষণার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার এক লিখিত বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়ে টিআইবি বলেছে একটি সংঘবদ্ধ চক্রের অনৈতিক ব্যবসা পরিচালনার কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে বাংলাদেশের শ্রমবাজারের বড় ধরণের ক্ষতি হওয়ার আশংকার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধের বিষয়ে মালয়েশিয়া সরকারে সিদ্ধান্ত সংক্রান্ত প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেয়া এই বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমানকে উদ্ধৃত করে বলা হয়েছে এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করে দুই দেশের সরকার এই খাতকে সংশ্লিষ্ট সিন্ডিকেটের প্রভাবমুক্ত করার উদ্যোগ নিতে পারে যাতে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মানাব সম্পদ রফতানির সুন্দর পরিবেশের সৃষ্টি হয়।
মালয়েশিয়া সরকারের দেয়া তথ্য মতে সে দেশে প্রায় আড়াই লাখ বৈধ বাংলাদেশী কর্মী রয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট