রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের জীব বৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করবে: তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিতব্য রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বছরে কমপক্ষে ৬৫ লিটার পারদ সুন্দরবনের নদীগুলোতে ছেড়ে দেয়া হবে।

রামপাল প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা বিশ্লেষণ করে এমনটা দাবী করেছে তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

শনিবার ঢাকায় এক আলোচনা সভায় কমিটির নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যেখানে এক চামচ পারদ মাটিতে ফেললে তা বিষাক্ত হয়ে যায়, সেখানে ঐ বিপুল পরিমাণে পারদ বিশ্বের বৃহত্তম মানব সৃজিত সুন্দরবনের মতো জীব বৈচিত্র্যপূর্ণ সংবেদনশীল স্থানে ফেললে এর অপূরণীয় ক্ষতি হবে।

কমিটি জানিয়েছে এর বাইরে বছরে সাড়ে চার কোটি লিটার গরম ও দূষিত পানি সুন্দরবনে ফেলা হবে, যার ফলে সুন্দরবন সংলগ্ন নদীগুলোর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে না বলে, সরকার ভাড়া করা বিশেষজ্ঞ দিয়ে তা প্রমান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের জীব বৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করবে: তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি