বাংলাদেশে নানা আয়োজনে মে দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মত নানা আয়োজনে বাংলাদেশেও বুধবার পালিত হয়েছে মহান মে দিবস।

মে দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সকল শ্রমিকের জন্য কাজের সময় দিনে ৮ কর্ম ঘণ্টা এবং ন্যুনতম মজুরি নির্ধারণের দাবিতে সাধারণ শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলো সোচ্চার ছিল। সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র‍্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সমাজতান্ত্রিক দল এর সভাপতি হাসনানুল ইনু এক সমাবেশে শ্রমিকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান।

শ্রমিক নেতারা বলেছেন মে দিবসের প্রধান দাবি ৮ ঘণ্টা কর্ম দিবস ২২ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ক্ষেত্রে বাস্তবায়িত হলেও কোটি কোটি বেসরকারি শ্রমিক কর্মচারীরা এখনো ৮ ঘণ্টা কর্ম দিবসের সুফল পাচ্ছেন না।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

বাংলাদেশের চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হয়েছে মে দিবস। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।

Your browser doesn’t support HTML5

চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের রিপোর্ট।