অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে গবেষক ড. নাজনীন আহমদের মূল্যায়ন

Migrants returning to Bangladesh

সমুদ্র পথে বিদেশ যাওয়ার পথে আন্দামান সাগরে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হওয়া ১৫০ জন বাংলাদেশী নাগরিক সোমবার দেশে ফিরে এসেছেন। মিয়ানমার কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র হাতে হস্তান্তর করে।

গত ২১ মে আন্দামান সাগরে ২৮৪ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করে মিয়ানমার নৌবাহিনী। এছাড়া মে মাসের শেষের দিকে ৭২৯ জন অভিবাসন প্রত্যাশীকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে মিয়ানমার নৌবাহিনী।

এই অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশী বলে দাবি করা হলেও এখন পর্যন্ত ওই দেশটি কোনো আনুষ্ঠানিক দলিলপত্রাদি পাঠায়নি।

ইন্দোনেশিয়া থেকে সে দেশে আশ্রয় পাওয়া বাংলাদেশীদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। এদিকে, অভিবাসন প্রত্যাশীরা দেশে ফিরে আসলেও তাদের পুনর্বাসনে সরকারী কোন কর্মসূচী নেই। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষনণা সংস্থা বিআইডিএস-এর উর্ধ্বতন গবেষক ড. নাজনীন আহমদ মনে করেন এদের পুনর্বাসনে কর্মসূচী থাকা জরুরী।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট