বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি: ডঃ ইমতিয়াজ আহমেদের বিশ্লেষণ

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি অশান্ত ও উত্তপ্ত করা, রাখাইনে রোহিঙ্গাদের ওপরে নানাবিধ সামাজিক নির্যাতন ও চাপ প্রয়োগ এবং বিভিন্ন উপায়ে ভীতি সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফিরে যাবার পথ বন্ধের নানা উদ্যোগ মিয়ানমারের পক্ষ থেকে অবিরাম নেয়া হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপের কারণে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি-এমনটা দেখালেও, কাজেকর্মে তারা উল্টোটাই করছেন। এ অবস্থায়ও বাংলাদেশ দ্বিপাক্ষিকতার মাধ্যমে সমস্যা সমাধানের পথ এখনো আকড়ে ধরে আছে। কিন্তু দ্বিপাক্ষিকতার পথ কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট