রোহিঙ্গা সমস্যার সৃষ্টি করেছে মিয়ানমার এবং এর সমাধানও তাদেরই করতে হবেঃ শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রোহিঙ্গা সমস্যার সৃষ্টি করেছে মিয়ানমার এবং এর সমাধানও তাদেরই করতে হবে।

প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ইতালি সফরের বিষয়ে সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বলেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলোচনা হয়েছে এবং চুক্তিও হয়েছে। তিনি বলেন বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য প্রথম দফায় ৮ হাজাররে ওপর রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছে এটা দেখার জন্য যে তারা তাদের প্রতি কেমন আচরণ করে।

প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এবং বিশ্ব সম্প্রদায় চায় ফেরত যাওয়া রোহিঙ্গাদের অধিকার এবং নিরাপত্তা মিয়ানমার সরকার নিশ্চিত করবে।শেখ হাসিনা বলেন তিনি নিজেও রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য জাতিসংঘে প্রস্তাব রেখেছেন।

সংবাদ সম্মেলনে তিনি তাঁর ইতালি এবং ভ্যাটিকান সফরের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার, নির্বাচন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট