মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয়ার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

যুক্তরাজ্য ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি শুক্রবার এবিষয়ে একটি বিবৃতির সাথে তাদের অভিযোগের পক্ষে প্রমান হিসাবে কিছু স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছেঅ। বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে যার অনেক প্রমাণও রয়েছে তাদের কাছে। ।

স্যাটেলাইট থেকে তোলা রাখাইন রাজ্যের ছবি বিশ্লেষণ করে অ্যামনেস্টি বলছে, সেখানে গত তিন সপ্তাহে ৮০টিরও বেশি এলাকা পুড়িয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সহযোগী বৌদ্ধ উগ্রবাদীরা এসকল ঘটনা ঘটাচ্ছে বলে সংস্থাটি অভিযোগ করেছ। মিয়ানমার সরকারও স্বীকার করছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ৩০ শতাংশ গ্রামই জনশূন্য হয়ে পড়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও শুক্রবার অনুরূপ বিবৃতি দিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গহহত্যা বন্ধের দাবীতে ঢাকায় হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারিরা নেত্রী অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট