দেশব্যাপী বোমা হামলার মামলায় পাঁচ বাংলাদেশ-জেএমবির কারাদণ্ড

ঢাকার একটি বিশেষ আদালত ১৪ বছর আগে একযোগে দেশব্যাপী বোমা হামলার এক মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির পাঁচ জনকে ১২ বছর সশ্রম কারাদ- দিয়েছে।
ঢাকা মহানগর দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আল-মামুন আসামীদের ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।
দ-প্রাপ্তদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ-আল সুহাইল, হাবিবুর রহমান হাবিব, মুসা ওরফে মুস্তাফিজুর রহমান, আব্দুর রহমান মাসুদ, নূরুল ইসলাম ওরফে জুবায়ের। এর মধ্যে দু’জন পলাতক রয়েছে।
বিস্ফোরক দ্রব্য আইনের তিন ও ছয় ধারায় দেয়া রায়ে বলা হয়েছে, আসামীরা ২০০৫ সালের ১৭ই আগস্ট সকাল ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত ওভারব্রিজের কাছে রাজউক মার্কেটের সামনে জনগণের জানমালের ক্ষতি সাধনের জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই মামলায় ২০০৭ সালের ২৯শে মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানিসহ ৭ জনের ফাঁসি কার্যকর করা হয়।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট