করোনাকান্ডে জীবনযুদ্ধে চোখে সরিষার ফুল দেখছে মনের খোরাক মেটানো সংগীত যোদ্ধারা

Your browser doesn’t support HTML5

কোভিড-১৯ মহামারীতে সব পেশার মানুষই কম-বেশি আর্থিক স্বচ্ছলতার সাথে যুদ্ধ করছে। বিশেষ করেশিল্পীরা সংগীতের বাইরে অন্য কিছুই শেখার প্রয়োজনবোধ করেনি। এই করোনা মহামারীতে সব ধরনেরসাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। বাড়ীতে বা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে গান সেখানেও বন্ধ। ফলে মিউজিকালইন্সট্রুমেন্টে ও বেচা-বিক্রি বন্ধ। বাসায় থাকলে দুশ্চিন্তার পর দু:চিন্তা, গান গেয়ে সময় পার করে দু:শ্তিন্তাভোলার অনর্থক চেষ্টা। তাল ও সুরের এসব কারিগররা চাতক পাখীর মত চেয়ে আছে সামনের সুদিনেরঅপেক্ষায়। আরো দেখুন শরীফ মুজিবের রিপোর্টে।