বাংলাদেশী ৪জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশের টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশী ৪জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ভোরে মাছ ধরার নৌকাসহ শাহপরীর দ্বীপের ঐ ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। জেলেদের ৪ জনই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা।

তাদের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে একটি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল জেলে আজিম উল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। এসময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যরা মাছ ধরার বোটটিসহ ঐ জেলেদের ধরে নিয়ে যায়।

বিজিবি'র টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানিয়েছেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত মিয়ানমার থেকে ইয়াবার চালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ২০১৭ সালে এপ্রিল মাস থেকে প্রায় দুই বছর ধরে নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে বাংলাদেশ।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।