বাংলাদেশে মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকেও জাতীয় সঙ্গীত গাইতে হবে

Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh

বাংলাদেশের একটি উচ্চ আদালত বলেছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত দেশের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকেও জাতিয় সঙ্গীত গাইতে হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের একটি বেঞ্চ এমন আদেশ দিয়েছে। আদালত একই সাথে মাদ্রাসা শিক্ষক নূরুল ইসলাম মিয়া এবং ঢাকারবাসিন্দা মাদ্রাসাশিক্ষার্থীর অভিভাবক মনির হোসেনের করা এ সংক্রান্ত একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে । গত ১৮ই জানুয়ারিদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় সংগীত গাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিজ্ঞপ্তি মন্ত্রীপরিষদ বিভাগ জারি করেছে তার বৈধতা চ্যালেঞ্জ করে ওই দুই ব্যক্তি গত সপ্তাহে হাই কোর্টে রিট আবেদনটি দায়ের করে ।

রিট আবেদনে বলা হয় মাদ্রাসাগুলো ইসলামী শরীয়া আইন অনুযায়ী চলে বিধায় তারা জাতীয় সংগীত গাওয়ার ব্যবস্থা করতে বাধ্য নয়। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখন মাদ্রাসা শিক্ষার্থীরা জাতীয় সংগীত গাওয়ায় অংশ নিতে বাধ্য থাকবে। আইন বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশে ইসলামিক শরীয়া আইন বলে কোন আইনের অস্তিত্ব নাই।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট।