বাংলাদেশে নেপালের ৪৪ জন নাগরিককে আটক করা হয়েছে

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে নেপালের ৪৪ জন নাগরিককে আটক কর হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরে ডিফেন্স অফিসারস হাউজিং সোসাইটির একটি বাসা থেকে ওই নেপালিদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটক হওয়া নেপালিরা পর্যটক ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করছিলেন। গত ১৯ শে জুলাই তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন আটক নেপালিদের আপাতত ওই ভবনেই রাখা হয়েছে।

বর্তমানে প্রায় দুই লাখ নেপালি বাংলাদেশে বৈধ ভাবে অবস্থান করছে বলে সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে এ ছাড়াও প্রায় ১০ হাজার নেপালি অবৈধ ভাবে বাংলাদেশে অবস্থান করছেন।

খবরে প্রকাশ কয়েক লাখ ভারতীয় নাগরিকও অবৈধ ভাবে বাংলাদেশে আছেন যারা তৈরি পোশাক, বস্ত্র, আইটি এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরি করছেন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে নেপালের ৪৪ জন নাগরিককে আটক করা হয়েছে