বাংলাদেশে দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা ডাকসু এবং ১৮ টি আবাসিক হল সংসদের নির্বাচনের সকল প্রস্তুত্তি সম্পন্ন করেছে। ডাকসুর ২৫ টি পদের জন্য ২২৯ জন এবং এবং প্রতিটি হল সংসদের ১৩ টি করে পদের জন্য ৫০৯ জন প্রার্থী মিলে মোট ৭৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়নসহ মোট ৯ টি ছাত্র সংগঠন এবং জোট ডাকসু এবং হল সংসদের নির্বাচনে অংশ নিচ্ছে। ভোটার রয়েছেন ৪৩ হাজারের ওপর।
দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিকে, সুষ্ঠু নির্বাচন ও স্বচ্ছ ব্যালট বাক্সের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রোববার বিক্ষোভ মিছিল করেছেন প্রার্থীরা এবং পরে উপাচার্যকে তাঁরা এ বিষয়ে একটি স্মারকলিপি দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
ডাকসু নির্বাচন নিয়ে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের বিশ্লেষণ