রানা প্লাজা ধসের ষষ্ঠ বার্ষিকীতে নিহতদের গভীর মর্মবেদনায় স্মরণ

বাংলাদেশে শোক এবং গভীর মর্মবেদনায় স্মরণ করা হলো ২০১৩ সালের এই দিনে ঘটে যাওয়া সাভারে রানা প্লাজা ধসের ষষ্ঠ বার্ষিকী-যাতে নিহত হয়েছিলেন ১১শ’র বেশি মানুষ; যার প্রায় সবাই ছিলেন গার্মেন্টস শ্রমিক। আহত হয়েছিলেন কমপক্ষে আড়াই হাজার।

সকালে ঐ ঘটনায় নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠন রানা প্লাজার সামনে পুষ্পার্ঘ অর্পণ ও মিছিল সমাবেশ করে অবিলম্বে ন্যায্য অনুদান ও অন্যান্য অর্থ এবং দায়ীদের শাস্তি দাবি করেন। ৬ বছরেও ঐ ঘটনার বিচার সম্পন্ন না হওয়াকে রাষ্ট্রের গাফিলতি বলে মনে করেন গার্মেন্টস শ্রমিক নেত্রী জলি তালুকদার।

ঐ ঘটনার পরেও গার্মেন্টস খাতের দুর্বলতা অনেক বলে মনে করেন সিপিডি'র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, ইতিবাচক অগ্রগতি অনেক হলেও এখনো অনেক সংকট রয়েই গেছে।

বেশ কয়েকজন আহত শ্রমিক দিনব্যাপী অনশন করেছেন রানা প্লাজার সামনে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।