আলোকচিত্রের আশ্রয়ে নিজের অন্তর্দর্শনকে উপস্থাপন করছেন আলোকচিত্রী বিপ্লব

Your browser doesn’t support HTML5

তৌহিদ পারভেজ বিপ্লব একজন তরুণ আলোকচিত্রী। বাংলাদেশের রুপ ও প্রাণী বৈচিত্র এর ছবি তুলতে দেশের বিভিন্ন বন-জঙ্গল, হাওর বাওর, নদীর পাড়ে তিনি কাটিয়েছেন দিনের পর দিন, রাতের পর রাত। বাঘের ভয় বা জলজ প্রানীদের আক্রমনের আসংকা উপেক্ষা করছে ভাল একটি ছবির জন্য তিনি কখনও ছিলেন অরন্যঘেরা স্থলে, আবার কখনও নেমেছেন গলা পানিতে। দেশের নৈসর্গিক সৌন্দর্য দেশের ও দেশের বাইরের মানুষের কাছে তুলে ধরে দেশের পর্যটন শিল্পকে আরও সম্ভাবনাময় করতে আগামীতেও কাজ করার ইচ্ছার কথা জানান তরুণ এই আলোকচিত্রী।