ইউএস-বাংলা এয়ারলাইনের ভয়াবহ বিমান দুর্ঘটনা: বৈমানিক ক্যাপ্টেন নাসিমুল হকের সঙ্গে আলোচনা

বাংলাদেশের একটি অসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনের একটি যাত্রিবাহি বিমান নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরনকালে বিধ্বস্ত হয়ে কম হ’লেও ৪৯ আরোহির মৃত্যু হয়েছে। বিমানটিতে চার বিমান কর্মিসহ মোট ৭১ সংখ্যক আরোহি ছিলো ব’লে বলা হ’য়েছে। এতে আহতের সংখ্যা সতেরো বলে জানা গিয়েছে। বিমান যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ , নেপালের ৩৩ এবং চীন ও মালদ্বীপের একজন ক‘রে নাগরিক ছিলেন ব’লে প্রাথমিক খবরে জানা গিয়েছে। এখনো অব্দি বিমান বিধ্বস্তের সঠিক কারণ সম্পর্কে পরিস্কার ক’রে কিছু জানা যায়নি।বিষয়টি নিয়ে আমরা কথা বলি বাংলাদেশ বিমানের সাবেক পাইলট, বাংলাদেশ অসামরিক বৈমানিক সমিতির প্রাক্তন সভাপতি ক্যাপ্টেন নাসিমুল হকের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

বৈমানিক ক্যাপ্টেন নাসিমুল হকের সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন