নেপালে বিধ্বস্ত বাংলাদেশী উড়োজাহাজের ২৩ জনের মরদেহ সোমবার অপরাহ্ণে ঢাকা আনা হয়েছে  

নেপালে বিধ্বস্ত বাংলাদেশী উড়োজাহাজের নিহত ২৬ জন বাংলাদেশী যাত্রীর মধ্যে ২৩ জনের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে করে কাঠমান্ডু থেকে সোমবার অপরাহ্ণে ঢাকা আনা হয়েছে।

ঢাকায় পৌঁছানর পর নিহতদের মরদেহ সরাসরি বনানীর আর্মি স্টেডিয়ামে নিয়ে আসা হয় এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়েছেন কয়েকজন মন্ত্রী, নিহতদের স্বজনরা এবং সাধারণ মানুষ । পরে তাদের মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। এর আগে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কম্পাউণ্ডে নিহতদের এক দফা জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন যে তিন জন যাত্রী মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করে দেশে পাঠান হবে। গত ১২ ই মার্চ ৭১ জন যাত্রী এবং ক্রু সহ ইউএস-বাংলার একটি বিমান কাঠমান্ডু ত্রিভুবন বিমান বন্দরে অবতরনের সময় বিধ্বস্ত হলে মোট ৫১ জন যাত্রি নিহত হন।

দুর্ঘটনায় আহত ১০ জন বাংলাদেশীর মধ্যে ৭ জনকে ঢাকায় এবং ১ জনকে সিঙ্গাপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। \

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট