নির্বাচন প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একমত নয় বিএনপি

ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষÑ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের সঙ্গে একমত নয় বিরোধী বিএনপি। ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেছিলেন, নির্বাচন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনের দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেশবাসী বিস্ময়ে বাক্যহারা। তিনি বলেন, শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন না। তিনি চান সব দলের কর্মকাজ বন্ধ করে দিয়ে একক কর্তৃত্বে একমাত্র দল দেশ চালাবে। ভিন্নমত থাকবে না। গণমাধ্যম থাকবে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। নির্বাচনের অর্থ হবে ভোটকেন্দ্র ভোটারবিহীন শ্মশান ভূমি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীবিহীন নির্বাচন। এই সংজ্ঞার সাথে একমতকারীদেরকেই প্রকৃতপক্ষে জনগণ বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।

রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের অধীনে যত নির্বাচন হয়েছে সবগুলোই ছিল নিখুঁত সরকারি সন্ত্রাসনির্ভর।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট