জঙ্গীবাদ মোকাবেলায় জিরো টলারেন্স: বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে জঙ্গীবাদ মোকাবেলায় তার সরকারের জিরো টলারেন্স নীতি এবং কঠোর অবস্থানে অবিচল থাকার কথা জানিয়েছেন।

সাম্প্রতিক বিদেশ সফরগুলোতে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দকে এই নীতি ও জঙ্গীবাদ মোকাবেলায় একযোগে কাজ করার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন।

এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, জঙ্গীবাদ একটি বৈশ্বিক হুমকি ও সমস্যা। বাংলাদেশে আইএস আছে কি নেই, সেই প্রশ্নের মীমাংসায় ব্যপৃত থাকার বদলে বরং বৈশ্বিক এই হুমকির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে; আর এটি যে বৈশ্বিক হুমকি দুই সরকারই সেই বিষয়ে একমত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গীবাদ বিরোধী চলমান অভিযানে রাজনৈতিক কারণে কাউকে আটক করা হচ্ছে না। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

জঙ্গীবাদ মোকাবেলায় জিরো টলারেন্স: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা