সরকার শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে: জাতীয় শিশু দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে রোববার উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষ্যে ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশব্যাপী মিছিল, সমাবেশ, আলোচনা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে। এছাড়া, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদেশে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস।

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক শিশু-কিশোর সমাবেশে বলেন তাঁর সরকার শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

চট্টগ্রামেও নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিনভর আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Your browser doesn’t support HTML5

চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের রিপোর্ট।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়ার সেচ্ছাসেবী সংগঠন পথের দিশা ভাসমান স্কুল আয়োজন করে ব্যতিক্রমধর্মী ক্রীড়া উৎসব। সেখানে অংশগ্রহণ করে সুবিধাবঞ্চিত শতাধিক শিশু।

Your browser doesn’t support HTML5

বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের রিপোর্ট।