বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসে নিজেদের সমস্যার সমাধান করার উদ্যোগ নিতে হবে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসে বাইরের কোনও হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যার সমাধান করার উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার বর্তমানে বাংলাদেশে সফররত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র।

মুখপাত্র আরও জানান, ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওআইসিকে আরও কার্যকর ভুমিকা পালন করতে সংস্থাটির মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পরে ওআইসির মহাসচিব, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলির সাথে বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াবলী ছাড়াও আগামী অক্টোবর মাসে উজবেকিস্তানের তাসখেন্তে অনুষ্ঠিতব্য ৪৩ তম ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলম ওআইসি