জার্মানিতেও বিশ্বব্যাংকের সমালোচনা করলেন শেখ হাসিনা

বর্তমানে জার্মানি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে এই চুক্তি বাতিল করায় পুনরায় বিশ্বব্যাংকের কঠোর সমালোচনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান আওয়ামী লীগের এক সভায় বলেন, পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল ও কানাডীয় আদালতে মামলা করায় এবং পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে ভ্রান্ত অভিযোগের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা অবশ্যই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন।

এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশ্বব্যাংকের সাথে সরকারের যে চুক্তি রয়েছে, সে কারণে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় বিশ্বব্যাংক ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পের ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে দেয়। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

জার্মানিতেও বিশ্বব্যাংকের সমালোচনা করলেন শেখ হাসিনা