বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কম্বোডিয়া সফরের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন এমন সিদ্ধান্ত মুসলিম বিশ্বের কাছে গ্রহণ যোগ্য হবে না। তিনি বলেন, জেরুজালেম নিয়ে জাতিসংঘের রেজুলেশন রয়েছে এবং সেটাকে অগ্রাহ্য করা কেউ মেনে নেবে না।
ফিলিস্তিনিদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন পূর্ব জেরুজালেম সেই রাষ্ট্রের রাজধানী হবে এমনটাই ঠিক করা ছিল এবং সেটাই করা উচিত।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উল্লেখ করে বলেন তাদের দেয়া স্বীকৃতি এখন এ অঞ্চলকে অশান্তির দিকে ঠেলে দেবে।
সংবাদ সম্মেলনে তিনি কম্বোডিয়ায় তাঁর সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগাম নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন যে কোন সময় হতে পারে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট জেরুসালেম