বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও নারী উদ্যোক্তাদের অগ্রগতি অর্জনে উদ্যোগী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ গ্লোবালউইমেন্স লিডারশীপ এ্যওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরস্কার গ্রহণ এবং গ্লোবাল সামিট অব উইমেন-এ অংশ নেয়ার জন্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম র্টানবুল-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ থেকে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করবেন। এই পুরস্কারপ্রাপ্তির কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে। ২৮ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে, বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট (প্রধানমন্ত্রী)