বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সৌদি আরব সফর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সৌদি আরব সফরের সময় মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক একটি সমঝোতা স্মারক সাক্ষর হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় প্রতিরক্ষা ছাড়াও তথ্যপ্রযুক্তি বিষয়ে আরেকটি সমঝোতা স্মারকে সই হবে। তবে স্বাক্ষরিত হতে যাওয়া প্রতিরক্ষা বিষয়ক সমঝোতার স্মারক নিয়ে বিস্তারিত কিছু জানাননি পররাষ্ট্রমন্ত্রী। তবে স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পরই এ বিষয়ে জানা যাবে বলে তিনি জানিয়েছেন মাহমুদ আলী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিক জামাল খাসোগির অন্তর্ধানের বিষয়ে বাংলাদেশ নজর রাখছে এবং পাশাপাশি এই ঘটনা তদন্তে তুরস্ককে সঙ্গে নিয়ে কাজ করতে সৌদি আরবের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট