সব্যসাচী লেখকের প্রস্থান

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত থাকায় চিকিৎসাধীণ অবস্থায় ঢাকার একটি একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

লেখক সৈয়দ শামসুল হক ছিলেন কবি, গল্পকার ও ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিকসহ সাহিত্যের বিভিন্ন শাখার বহুমাত্রিক লেখক।

তিনি স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পদকসহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হন।

তার মরদেহ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে। তার জন্মস্থান কুড়িগ্রামে মরদেহ দাফন করার কথা রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ইন্তেকাল করেছেন